ঢাকা সিটি নির্বাচনে ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব: সিইসি

0

প্রেসনিউজ২৪ডটকমঃ আসন্ন ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমেই সুষ্ঠু ভোট সম্ভব বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানী বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ইভিএম প্রদর্শনী ও ভোটারদের প্রশিক্ষণ দান কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, ইভিএমে সুষ্ঠু ভোট সম্ভব। আগে জালভোট, ব্যালট ছিনতাই হতো। ইভিএম এ ভোট হলে সেই সুযোগ থাকবে না। মানুষ যার যার ভোট সে দিতে পারবে। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে ইভিএম’র গুরুত্ব রয়েছে।

এর আগে নির্বাচন কমিশনে বেলা ১১টায় কমিশন সভা হয়। সভা শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ইভিএম এ জালিয়াতির কোনো সুযোগ নেই। যদি কারো আঙুল না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই ব্যক্তি ভোটগ্রহণ কর্মকর্তারার মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ধরনের ঘটনায় মাত্র ১ শতাংশ ভোটারদের শনাক্ত করতে পারবেন ভোট গ্রহণ কর্মকর্তা।

১ শতাংশের বেশির প্রয়োজন হলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। আরো বেশি লাগলে কমিশনের অনুমতি লাগবে। পরবর্তীতে চাইলে এই ইভিএমের তথ্য জানা যাবে।  ভোটের তথ্য আমাদের কাছে ডিজিটালি সংরক্ষণ করা থাকে। মামলা করারও সুযোগ রয়েছে। কেউ ইচ্ছা করলে এ নিয়ে আদালতেও যেতে পারেন। কেউ মামলা করলে আমরা তথ্য দেখাতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here