এডিস মশা নিধনে সোমবার থেকে চিরুনি অভিযানে নামবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন এডিস মশা নিধনে সোমবার থেকে চিরুনি অভিযানে নামবে। অভিযানের নির্ধারিত সময়ের পর কারো বাসায় বা আশপাশে লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

শনিবার রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। স্কাউট ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জন প্রাণ হারিয়েছেন, যদিও বেসরকারি হিসাবে তা ১০০’র ঘর ছাড়িয়েছে অনেক আগেই। আর দেশের হাসপাতালগুলোতে সরকারি হিসাবে এখন ভর্তি আছে সাত হাজার ৭১৬ জন, আর এখন পর্যন্ত ঘাতক এডিসের আক্রমণের শিকার হয়েছেন ৪২ হাজার ২৪৩ জন।

স্টপ ডেঙ্গু নামে মোবাইল এ্যাপস উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয় ‘স্টপ ডেঙ্গু’ অ্যাপসের মাধ্যমে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে সরকারের পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ এবং চারটি সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here