অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা চক্রের, সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির পণ্যের ছবি নকল করে প্রতারণার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। বুধবার বিকাল থেকে শুরু করে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সুজন মোল্লা (২৬), হাসিবুল হাসান (৩২),  জারদিস হোসেন (২০), মেহেদী হাসান (২৩), নুর ইসলাম (১৯), পারভেজ মোল্লা (১৯), আবু তাহের (১৯)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটার, মোবাইল, রাউটার, অনলাইনে প্রদর্শিত মালামালের স্যাম্পল এবং নিন্মমানের পণ্য সামগ্রী জব্দ করা হয়।

প্রতারকদের ব্যবহৃত ১৭টি পেজ জব্দ করা হয়েছে। সেগুলো হল- Unique Fashion, Rose Fashion BD, Lifestyle.com, GreenXpress.Com, Gentle Fashion, Gentle Point, Fashion Point, Plus Point, Mobile Shop24, গয়না মহল, Arifull Islam Ariean, নিলয় মাহমুদ সুজন, MD Tanvir Abutaher, Advance Electronics, Dream Fashion, Xian Rihan.

র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির এক সংবাদ সম্মেলনে জানান অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির পেজ থেকে তাদের পণ্যের ছবি নকল করে এবং একই কোম্পানির নামে ভুয়া পেজ খুলে সেখানে বিজ্ঞাপন দেয়। প্রকৃত দামের তুলনায় কয়েকগুণ কমদামে বিজ্ঞাপন দেখে পণ্যের প্রতি আকৃষ্ট হন ক্রেতারা। পছন্দের পণ্য অনলাইনে অর্ডারের পর ক্রেতারা প্রতারিত হচ্ছেন। পণ্যের পরিবর্তে প্যাকেটের ভেতর খুব নিম্নমানের পণ্য, কখনও গহনার পরিবর্তে আলু পটল, মোবাইলের পরিবর্তে সাবান বা অন্যকিছু দিয়ে ডেলিভারি দেয় ও প্রতারিত করে।’

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, কাপড়ের ব্র্যান্ড সেইলর র‍্যাব-৪ এর কাছে অভিযোগ করে তাদের পণ্যের ছবি নকল করে ভুয়া পেজ খুলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই সাত জনকে গ্রেফতার করা হয়েছে। সেইলরের অ্যাসিসটেন্ট মার্কেটিং ম্যানেজার সাইদুজ্জামান বলেন আমাদের কপিরাইট করা ছবি ওরা কপি করে তাদের পেজে ডিসপ্লে করতো। আমরা র‍্যাবকে জানানোর পর তাদের গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here