গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু , হাসপাতালে ১১৪৪

0
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু , হাসপাতালে ১১৪৪

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে এক হাজার ১৪৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে (সিটির বাইরে) ৯৯ জন, চট্টগ্রামে (সিটির বাইরে) ১৪৪ জন, ঢাকায় (সিটির বাইরে) ২৫২ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৮ জন, খুলনায় (সিটির বাইরে) ৮১ জন, ময়মনসিংহে (সিটির বাইরে) ৩৫ জন, রাজশাহীতে (সিটির বাইরে) ৩৩ জন, রংপুরে (সিটির বাইরে) ৪৭ জন এবং সিলেটে (সিটির বাইরে) ১২ জন রয়েছেন।

চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮২ জন। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর তিনজনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৬৬ জনের প্রাণ গেছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here