প্রেসনিউজ২৪ডটকমঃ এম.আর.হায়দার // নারায়ণগঞ্জের অন্যতম মৌলিক নাট্যদল সংশপ্তক নাট্যদলের ৩০ বছর উদ্যাপন উপলক্ষ্যে বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে তিন দিনব্যাপী নাট্য উৎসব ও গুণীজন সংবর্ধনা-২০২৩ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে
শুরু হয়েছে। গতকাল ৩ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সংশপ্তক নাট্যদলের তিন দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে প্রথম পর্বে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এক বর্নাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।
শোভা যাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য (ঢাকা বিভাগ) উত্তম কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লা। সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থা ও নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সভাপতি নাট্যজন মীর আনোয়ার হোসেন,সম্মিলিত নাট্যকর্মী জোটের সহ সভাপতি সানোয়ার তালুকদার, নারায়ণগঞ্জ নাট্য সম্প্রদায়ের শামসুল আহসান রোমান, সিরাজ উদ্দৌল্লা নাট্যদলের সাধারন সম্পাদক কবীর হোসেন, সৃষ্টি গ্রুপ থিয়েটার ও সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাট্যজন এম.আর.হায়দার রানা ও সাধারন সম্পাদক ফটোসাংবাদিক মোক্তার হোসেন, ঐকিক থিয়েটারের আতিকুল ইসলাম মুন্না, আনন্দ থিয়েটারেরর দলপতি শাহ আলম ভূঁইয়া, নাটুয়ার পারভেজ শরীফ ও ফারহানা শরীফ মুন্নী, সুনীল সরকার প্রমূখ। এসময় শোভা যাত্রায় সংশপ্তক নাট্যদল এবং বিভিন্ন নাট্যদলের নাট্যকর্মীরা অংশ গ্রহন করেন।
শোভা যাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এসে স্থাপিত মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এদিন দ্বিতীয় পর্ব বিকেলে সংশপ্তক নাট্যদলের সভাপতি সানাউল্লা হকের সভাপতিত্বে ও পারভেজ শরীফের সঞ্চালনায় আয়োজিত নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ঋতিক নাট্যজন লিয়াকত আলী লাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার রুনা লায়লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ননী গোপাল সাহা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য (ঢাকা বিভাগ) উত্তম কুমার সাহা, থিয়েটারিয়ানের সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট নাট্যজন মোঃ জাহিদুল ইসলাম। আলোচনা পর্ব শেষে চাঁদপুর থেকে আমন্ত্রিত নাট্যদল বর্ণচোরা নাট্য গোষ্ঠী কাহীনিকার মরিয়ের, তারিক আনাম খান রূপান্তরিত দ্যাট স্কাউন্ড্রেল স্ক্যাপি অবলম্বনে বিখ্যাত নাটক “বিচ্ছু”শরীফ চৌধুরীর নির্দেশনায় মঞ্চে পরিবেশণ করেন।
প্রচুর নাট্যকর্মীরা অডিটোরিয়ামে বসে নাটকটি উপভোগ করেন। পরিবেশিত “বিচ্ছু” নাটকে অভিনয়ে অংশ গ্রহন করেন লিটন গাজী, প্রণব ঘোষ, রতন খান, শরীফ চৌধুরী,ঐশী দাস, মোঃ নাজমুল হোসেন (বাপ্পী) নূরে আলম নয়ন, মোঃ কামরুজ্জামান আল মারুফ, রাহুল মন্ডল, চৈতী শীল তৃণা ও মোবারক পাখি (আসমা)। আগামীকাল উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হবে মুন্সীগঞ্জ জেলার অন্যতম নাট্যদল হিরণ কিরণ থিয়েটারের নাটক “সিডর”। নাটকের রচয়িতা ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী।