হৈমন্তী সুখ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ

হৈমন্তী সুখ –আবু নাসির

হৈমন্তী হাওয়ায় ভাসছে এখন পাকা সোনালী ধানের গন্ধ
যার সুঘ্রানে মনের গহীনে জেগে উঠেছে কবিতার ছন্দ।
সোনালী সকালের স্বর্নালী রোদ ছড়িয়ে দিয়ে সোনালী আভা
আগাম সুখের বার্তা বয়ে এনে কৃষকের আঙ্গিনায় দিয়েছে শোভা।
শত কষ্টের জ্বালা ভুলে কিষানের মুখে ফুটেছে হাসির ফোয়ারা
নবান্নের ছোঁয়ায় কিষানীর মন পিঠে পুলি বানাতে আত্মহারা।
সারাটি বছর এমন হাসি থাকে যেনো কিষান কিষানীর মুখে হাসবে
দেশ হাসবে মানুষ আসবে শান্তুি কিষান যদি থাকে সুখে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here