সিদ্ধিরগঞ্জে ডিএনডির গেটের ছাদ ধসে শ্রমিক নিহত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার নির্মাণাধীন ডিএনডি পাম্প হাউজের গেটের ছাদ ধসে পড়ে আশরাফুল ইসলাম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই গেটের উপরাংশে ঢালাই দেওয়ার সময় হঠাৎ করে তা ধসে পড়ে। আহতরা হলেন- মিরন (২৮), জহির (২০), বাদশা মিয়া (৩৫), এনামুল (২৪), হাবিবুর রহমান হাবিব (২৫) ও আব্দুল মোতালেব (৩০)।

শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুজ্জামান। তিনি জানান, গুরুতর আহতাবস্থায় আশরাফুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমরা নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। আহত শ্রমিকরা সিদ্ধিরগঞ্জের সুগন্ধা হাসপাতালসহ আশপাশের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

সুগন্ধা হাসপাতালের ম্যানেজার আব্দুল জলিল জানান, তিনজন শ্রমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আব্দুল মোতালেব নামে একজন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাধীন রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানায়, এ ব্যাপারে কোনো দায়িত্ব অবহেলা আছে কিনা বা কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো তা আমরা খতিয়ে দেখছি।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ ইসিবি ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিগ্রেড তত্ত্বাবধানে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং ডিএনডি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here