নারায়ণগঞ্জ গোদনাইলে ১০ ড্রাম চোরাই তেলসহ তারা-লিটন আটক

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ১০টি ড্রাম ভর্তি ২০০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় চোরাই তেল সরবারহের কাজে ব্যবহৃত ১টি পিকআপ (ঢাকা মেট্টো ন-১৫-৮৪৪১) জব্দ করা হয়। এছাড়াও চোরাই চক্রের সক্রিয় তিন সদস্য গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- মোঃ তারা মিয়া (৩৫), মোঃ লিটন (৩৯) ও মোঃ হোসেন (৩৪)।

সোমবার (২ মার্চ) দুপুরে গোদনাইল পদ্দ্রা রোড বারমা স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই চোরাই তেল, পিবআপসহ ৩ জনকে গ্রেফতার করে র‌্যাব। বিকেলে র‌্যাব ১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোদনাইলে পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। ডিপো হতে প্রতিদিন শত শত তেলের লরী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়।

এই সিন্ডিকেটের কাছে কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেল ভর্তি লরী থেকে চুরি করে তেল বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে এই তেল সরবরাহ করেন। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ এবং মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here