না.গঞ্জ সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েত নগর প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (৩ নভেম্বর) সকালে জঙ্গিবাদ ও মাদক বিরোধী সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশের ৮নং ওয়ার্ড কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক আব্দুস সালাম জুবায়ের, কমিউনিটি পুলিশের থানা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, সাংবাদিক লুৎফর রহমান কাকন, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী শিপলু, কমিউনিটি পুলিশের ৮নং ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ শাহ আলম, উপদেষ্টা কাজী মোহাম্মদ মহসীন, সমাজ সেবক সুলতান মাহমুদ, সাংবাদিক এমরান আলী সজীব প্রমূখ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক মাদকের আগ্রাসন সম্পর্কে বলেন, আমাদের সাথে মিয়ানমারের ৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। মায়ানমারের সেনাবাহিণী ও রাষ্ট্রীয় পৃষ্টপোশকতায় ও পরোক্ষ, প্রত্যক্ষ মদদে সীমান্তের কাছে মায়নমার ২৮টি ইয়াবা তৈরির কারখানা করেছে। সেখান থেকে আমাদের দেশে মাদক ঢুকানো হচ্ছে। এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। জনগণ সচেতন হলে তাদেরকে সাথে নিয়ে আমরা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here