বন্দরে মুক্তিযোদ্ধা সিরাজুলের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বন্দরে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম(৭০) এর জানাজার নামাজ ও রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ মে) সকাল ১০টায় বন্দর শাহী মসজিদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে হাফেজীবাগ কবরস্থানে দাফন করা হয়। মরহুমার নামাজের জানাজা শেষে দাফনের পূর্বে বন্দর থানার এসআই হামিদুল ইসলামের নেতৃত্বে ৫সদস্যের পুলিশের একটি টিম বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করেন।

এ সময় তাকে সম্মাননা প্রদান করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। জানাজায় অংশ নেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,পৌর কমান্ডার জব্বার সরদার,কলাগাছিয়া কমান্ডার আলী আক্কাছ মীর,বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু,হাজী শফিউদ্দিন,সালাম মিয়া, নুর হোসেন,নাজিম উদ্দিন মাষ্টার,আব্দুল আজিজ,বাদশা মিয়া,হাফেজীবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল খায়ের,কলাবাগ সমাজ সেবক পিয়ার জাহান কমল,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ,আ’লীগনেতা জান মোহাম্মদ প্রধান,যুবলীগনেতা আলী হোসেন,যুবলীগনেতা ছানোয়ার হোসেন,যুবলীগনেতা ছামসুল হাসান,আবু বকর ছিদ্দিক প্রমূখ।

উল্লেখ্য,বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম(৭০) গত বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহীমসজিদস্থ তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here