সাগরের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিক্ষোভ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল। সোমবার (১৮ জুলাই) দুপুর ৩ টায় সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে এই মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এদিন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে মিছিলে অংশ নেয় প্রায় ৫ শতাধিক ছাত্রদলের নেতাকর্মী।

মিছিল থেকে আওয়ামী লীগ নেতা মন্নাফির কটূক্তির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শেষ হয় ধনকুন্ডা এলাকায় গিয়ে। মিছিল শেষ হবার পরপরেই পুরো এলাকায় বেশ কয়েকবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের টহল টিমকে ঘোরাঘুরি করতে দেখা যায়।

এসময় এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পরে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাগর বলেন, ‘তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা তা বলছে। এগুলো রাজনৈতিক শিষ্ঠাচারের মধ্যে পরে না। তাদের বোঝা উচিৎ, তারা অবৈধ উপায়ে ক্ষমতায় এসে এখন পায়ের তলার মাটি খুঁজছে। গণতন্ত্রকামী দলকে নিয়ে কটূক্তি করার জবাব একদিন এই দেশের জনগণ দিবে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ,মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য সিফাতুর রহমান রাজু, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক একে হিরা,স্কুল বিষয়ক সম্পাদক ইরফান ভূইয়া,সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম, আবিদ হাসান রনিসহ সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সেক্রেটারীসহ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here