না’গঞ্জে ১৫ রমজানে যানজটের পুরনো চেহারায় ফিরছে শহর

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জে পহেলা রমজান থেকেই শহর যানজট মুক্ত রাখার ব্যাপারে পুলিশের শক্ত অবস্থান বেশ প্রশংসা কুড়িয়েছিল। রাতারাতি শহরে যানজট কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছিল নগরের সাধারণ বাসিন্দারা। তবে রমজানের মাঝামাঝি সময়ে এসে আবারও পুরনো চেহারায় ফিরে গেছে শহরের যানজট পরিস্থিতি।

রোববার (১৭ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এসময় শহরের বঙ্গবন্ধু সড়কে তীব্র যানজট দেখা গেছে। রমজানের শুরু থেকে শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে চেকপোস্ট বসানো হয়েছিল। তবে বর্তমানে সেই চেকপোস্টগুলোর কার্যকারিতা পূর্বের চেয়ে কমেছে।

এছাড়াও রমজানের শুরু দিকে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের মূল সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সার অবৈধ প্রবেশ ঠেকানোর কথা বলা হয়েছিল। তবে শুরর দিকের তুলনায় এদিন শহরের মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অটো রিক্সার সংখ্যা খুব বেশি ছিল। ঈদকে সামনে রেখে মানুষজন ধীরে ধীরে কেনাকাটার জন্য শহরের মার্কেট, বাজারগুলোতে ভীড় করতে শুরু করেছে। সেকারণেই ঈদ এগিয়ে আসার সাথে সাথে স্বাভাবিকভাবেই এ যানজট আরও বাড়বে বলে ধারণা করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here