না’গঞ্জ শহরে মধ্য রাতে পরিস্কার হয়ে গেল মীর জুমলা সড়কের সকল জঞ্জাল।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ যেখানেই অনিয়ম সেখানে ঐ্যাকশনের এসপি হারুন। আবারও প্রমান দিলেন তিনি। মধ্য রাতে পরিস্কার হয়ে গেল মীর জুমলা সড়কের সকল জঞ্জাল। বঙ্গবন্ধু সড়কে ফুটপাত হতে হকার উচ্ছেদের পর এবার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ দিগু বাবুর বাজারের ভেতরে মীর জুমলা সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ।

২৭ জুন বৃহস্পতিবার রাত ১২টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলামের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান চলে। ওসি জানান, মূলত পুলিশ সুপারের নির্দেশে এ উচ্ছেদ হয়েছে।

ওসি আরো জানান, এ পুরো সড়কটি হকারমুক্ত করা হবে। এখানো রাস্তা দখল করে কোন দোকান বসতে দেওয়া হবে না। এ সড়ক দিয়ে গাড়ি চলবে আগের মত। কোন ধরনের বাধা সহ্য করা হবে না। অবৈধ স্থাপনাকারীদের কোনভাবেই এখানে বসতে দেওয়া হবে না। জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়ক ও সিরাজদ্দৌলা সড়কের মধ্যে সংযোগ স্থাপন করেছে এ মীর জুমলা সড়ক।

শহরের দিগুবাবুর বাজারের ভেতর দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটি সড়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের অবস্থিত মীর জুমলা সড়ক। এ সড়ক দখল করে পিয়াজ, মরিচ, মাছ, মুরগী, ডিম, গরুর গোশত, তরিতরকারি, কাঁচামাল, মুদিসহ বিভিন্ন ধরনের পন্য বিক্রি করছে বিক্রেতারা। দেখার যেন কেউ নেই।

এর আগে কয়েকবার এ সড়কে উচ্ছেদ অভিযান চালানো হলেও দখলমুক্ত রাখা যায়নি। বরং এখানে সড়ক দখল করা লোকজনদের সরাতে সড়কের উপর সিটি করপোরেশন ময়লার স্তূপ রেখে দিলেও কাজ হয়নি। তাছাড়া এ স্তূপের কারণে লোকজনদের বেশ ভোগান্তির শিকার হতে হয়।

এ সড়কের একপ্রান্তে শহরের মূল সড়ক অপর প্রান্তে নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ হাই স্কুল, টেলিফোন ভবন, রেল স্টেশন, লঞ্চঘাটসহ অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়াও এ সড়কের পাশের ইনস্টিটিউট সড়কটিও দখল করে রেখেছে অবৈধ এই দোকানদাররা। এর ফলে এ সড়কে কোন রিকশা কিংবা যান চলাচলতো করতে পারেনা এমনকি মানুষও হাটতেও পারে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here