করোনার ভয়াবহতা নিয়ে চরম দুঃসংবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আরও ভয়াবহ দুঃসংবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান জানিয়েছেন,বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে শিগগিরই সপ্তাহে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের ১৪৮তম সভা। ভার্চুয়াল এই সভায় সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির। তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। গেল সপ্তাহে ৫০ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। আক্রান্তের পাশাপাশি বিশ্বব্যাপী মৃত্যুহারও ঊর্ধ্বমুখী। গেল সপ্তাহেই বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ হাজারেরও বেশি মানুষ। হয়তো শিগগিরই বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু দেখতে হতে পারে আমাদের।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সোয়া ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে ৯ কোটি ৬০ লাখ ৪ হাজার ১২১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ লা খ ৪৯ হাজার ২৩২ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here