কাঁচপুরে ৬ কোটি টাকা মূল্যের শাড়ি কাপড় ও কসমেটিকস জব্দ

0
কাঁচপুরে ৬ কোটি টাকা মূল্যের শাড়ি কাপড় ও কসমেটিকস জব্দ

প্রেসনিউজ২৪ডটকমঃনিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় প্রায় ৬ কোটি টাকা মূল্যের শাড়ি কাপড় ও কসমেটিকস জব্দ করেছে। (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন, বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা শাখার ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার রুহান মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১০ নভেম্বর) শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা শাখা ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার রুহান মঞ্জুর এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পাথর বোঝাই ট্রাক এর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক ট্রাকটিকে থামার জন্য সংকেত দেওয়া হলে ট্রাক না থেমে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় কোস্ট গার্ড কর্তৃক ট্রাকটির গতিরোধ করলে ট্রাকটি পাশে রেখে ড্রাইভার পালিয়ে যায়। পরবর্তীতে ট্র্যাকটি তল্লাশি করে শুষ্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ২৮৭৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, লোশন ১০০৮ পিস ও সানরাইজ ক্রিম ৪৫০০ পিস মেডিকেল আইটেম জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি জব্দকৃত মালামাল ও ট্রাক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here