সোনারগাঁ পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষনা করা হয়। এ অর্থ বছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা।

মোট ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ০৪ লাখ ২২ হাজার টাকা। বাজেটে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৬ কোটি ৮৮ লাখ টাকা। তবে এ বছর পৌর কর বাড়ানো হয়নি। সোনারগাঁ পৌরসভা কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট পেশ করেন সোনারগাঁ পৌরসভার মেয়র ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান ভূঁইয়া।

এসময় মেয়রের পক্ষে বাজেট পাঠ করেন পৌরসভার সচিব মো. শামসুল আলম। ঘোষিত বাজেটে উন্নয়ন খাতেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র সাদেকুর রহমান। বাজেটে আয়ের বড় অংশের যোগান আসবে সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে। রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here