না’গঞ্জ সোনারগাঁয়ে দুই কলেজ শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রী কলেজের দুইজন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) ১১টা থেকে কলেজের প্রধান ফটকের সামনের মোগরাপাড়া-শম্ভুপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সম্ভুপুরা ইউনিয়নের মুগারচর এলাকায় সহকারী অধ্যাপক আব্দুল গনির সাথে অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে স্থানীয় অটোরিক্সা চালক মোঃ রাজা মিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় অপর শিক্ষক মোঃ নাছির উদ্দিন এর প্রতিবাদ করলে রাজা মিয়া তাদেরকে অপমানজনক অকথ্য ভাষায় কথা বলে।

এক পর্যায়ে দুজনকেই শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। অটোরিক্সা চালক মোঃ রাজা মিয়া মুগারচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার সময় তার আরো দুইজন সহযোগীও উপস্থিত ছিল বলে জানান কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ শুরু করেন। ১১টা থেকে কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ জড়ো হন। পরে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। কলেজের প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন। পরে খবর পেয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিচারের আশ্বস্থ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন।

এ বিষয়ে জানতে হোসেনপুর কলেজের সহকারী অধ্যাপক আব্দুল গনি জানান, নাসির উদ্দিন সহ আমাদের দুই শিক্ষককে লাঞ্ছিত করেছে। আমরা অটোচালকের উপযুক্ত বিচার দাবি করছি। কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, আমরা প্রশাসনিকভাবে সভা করেছি। কলেজ কমিটির সভায় চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here