নারায়ণগঞ্জ কাঁচপুরেে আ’লীগের দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের কাঁচপুর শিল্পাঞ্চল থেকে গতকাল সোমবার বেলা সোয়া ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন থেকে চাঁদা তোলার সময় র‌্যাব-১১ অভিযান চালিয়ে আ’লীগের ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে চাঁদার টাকাও উদ্ধার করেছে। সরকার দলীয় একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র তাদেরকে নিয়োজিত করেছে বলে গ্রেফকৃতরা জানায় র‌্যাব-১১ জানিয়েছে, সিপিএসসি এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর পরিবহনে চাঁদাবাজি করার সময় হাতে-নাতে ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ মামুন (৩২), পিতা- আঃ মান্নান ও মোঃ ইয়াসিন (৩০), পিতা- মৃত দাইব উদ্দিন। এই সময় চাঁদাবাজদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৬’শ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানান, উপস্থিত স্বাক্ষী, স্থানীয় ব্যবসায়ী ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে কাঁচপুর মোড় এলকায় রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কোন বাস, ট্রাক, সিএনজি ও অটোরিক্সা চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছে। চাঁদাবাজ বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here