অপরাধী যে’ই হোক তাকে আইনের আওতায় আনা হবে-না’গঞ্জ পুলিশ সুপার।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ সোনারগাঁ থানার মামলা নং-৩৬, তারিখ-১৫/০৬/২০১৯ ইং, ধারা-৩৯৫/৩৯৭ দঃবিঃ এর মূল ডাকাত দল গ্রেফতার এবং ডাকাতি মালামাল উদ্ধার। গত ১৫/০৬/২০১৯ ইং রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় বাদী মনজুর হোসেন(৫০), পিতা-মৃত-আব্দুর রশিদ, সাং-ভিটিকান্দি, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ এর বসত বিল্ডিং এর শ্রীলের দরজার তালা কাটিয়া মূল বিল্ডিং এর ভিতর ডাকাত দল প্রবেশ করিয়া বাদীর তাহার স্ত্রী হাত মুখ বাধিয়া অস্ত্রের ভয় দেখাইয়া নগদ টাকা ও মোবাইল সেট লুণ্ঠন করে।

বাদী বড় ভাই নায়েব আলী বিল্ডিং এর গেটের তালা ভাঙ্গিয়া বিল্ডিং এর ভিতরে প্রবেশ করিয়া স্ট্রীলের লকার ভাংগিয়া লেপটপ, স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুণ্ঠ করিয়া নিয়া যায় । তথ্য প্রযুক্তি সূত্র ধরিয়া উক্ত ডাকাতির ঘটনায় জড়িত মূল হোতা সহ ডাকাত ০১। মোঃ আবু সাঈদ ভূইয়া(২৮), পিতাঃ- নাজিম উদ্দিন, সাং-জোকারদিয়া(ভূইয়াপাড়া), থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, ০২। মোঃ জাকির হোসেন(৩২), পিতা-মোঃ আমান উল্লা, সাং-রাজাপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ০৩। মোঃ ইদ্রিস(৩৫), পিতা মৃতঃ জাফর আলী, সাং-১নং গাবা রাম চন্দ্রপুর, থানা ও জেলা-ঝালকাটি, ০৪। জুয়েল(২২), পিতা-আবু সিদ্দিক, সাং-কাঁচপুর সোনাপুর বটতলা(নুর বেপারীর ভাড়াটিয়া), থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ’দের গ্রেফতার করে। পরবর্তীতে ডাকাত দলের স্বীকারোক্তি অনুযায়ী স্বর্ণকার ০৫। মঙ্গল দাস(৩৫),পিতা- অধীর দাসা, সাং-ব্যাঙ্গাই মাধীর পুকুর পাড় বারদী, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করি।

ডাকাত দলের নিকট হইতে ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি চায়না চাপাতি, তালা কাটার কাটার, ০৩(তিন)টি দরজা ভাংগার কাউয়াল, ০৫ (পাঁচ)টি ফলা, ০১টি মোবাইল সেট, স্বর্ণ বিক্রয়ের নগদ-১৬৫০০/-(ষোল হাজার পাঁচশত) টাকা এবং ০৪(চার) ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতাকৃত ডাকাতলের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১০/১২ টি ডাকাতি মামলা রয়েছে। পুলিশ সুপার বলেন অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here