রূপগঞ্জে ২০টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৯৬ লক্ষ ৫০হাজার টাকা জরিমানা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ রুপগঞ্জ সংবাদদাতা; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিশটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। এসময় ইট ভাটা গুলোকে প্রায় ছিয়ানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অভিযান শুরু হয়। এসময় উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া, দুয়ারা, পুটিনা, খৈসাইর এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওরীন হক।

এসময় আঠারোটি ইটভাটাকে পাঁচ লক্ষ টাকা করে এবং দুইটিকে তিন লক্ষ টাকা করে মোট ছিয়ানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী পনেরো দিনের মধ্যে ইটভাটা গুলোর সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। প্রেস রিলিজে জানানো হয় ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ব্যাতিত পরিচালিত হচ্ছিল। এসময় ভবিষ্যতেও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here