রূপগঞ্জে সাহিত্যসভা ও আলোচনা অনুষ্ঠিত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ তানজিলা আক্তার রূপগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে রূপগঞ্জ সাহিত্য পরিষদের সাহিত্য সভা ও আলোচনা অনুষ্ঠান হয়েছে। কঠোর স্বাস্থ্য বিধি মেনে ৮ আগস্ট শনিবার বিকালে উপজেলার ভূলতা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সাহিত্য সভা
অনুষ্ঠিত হয়েছে।

রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক আলম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম, ডাক্তার মেজবাউল ইসলাম, ডাক্তার আব্দুল হালিম ভূঁইয়া, ভূলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল মোল্লা, লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরহাদুল কবির, সংগঠনের সাধারণ সম্পাদক কবি সেলিম মিয়া,মাই টিঔি রূপগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুকবুল হোসেন, দৈনিক ইনকিলাব পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, রূপকণ্ঠের নির্বাহী সম্পাদক সাত্তার আলী হোসেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম, কবি ও সাংবাদিক মাহবুব আলম প্রিয় প্রমুখ।

এসময় সাহিত্য সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীর উপর আলোচনা পরবর্তী কবি ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র লেখা ৫ম প্রকাশিত বই ছড়ায় সংবাদে প্রিয়’র ছোঁয়া বইয়ের মোড়ক উন্মোচন করেন সংগঠনটি। বইটি উৎসর্গ করা হয়েছে কলামিস্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীম ও সাংবাদিক আলম হোসেনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here