নারায়ণগঞ্জ ফতুল্লায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় গণপিটুনির শিকার হয়ে এক ছিনতাইকারী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও এক ছিনতাইকারী। নিহতের নাম সজিব (২৮)। শনিবার (১৮ মে) ভোরে জামতলা ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছিনতাইকারী মামুনের (৩২) অবস্থাও আশংকাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা থানা পুলিশ জানায়, গাবতলী এলাকার বাসিন্দা সায়হাম আহম্মেদ বাপ্পী। তিনি ঢাকা কমার্স কলেজের অর্নাসের ছাত্র। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাসা থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে রিকশাযোগে রওনা হন। রিকশাটি ঈদগাহ এলাকায় এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৩ ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে তিনি তাদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে আটকে মারধর করলে তিনি চিৎকার শুরু করে।

পরে স্থানীয়রা এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে তাদের গণপিটুনি দেয়। এর মধ্যে এক ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। তবে অন্য দুইজনকে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে আহতাবস্থায় দুই ছিনতাইকারীকে উদ্ধার করে খানপুর এলাকায় নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহাদাত হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ২ যুবককে হাসাপাতালে আনা হয়। এর মধ্যে একজন আগেই মারা গেছে। অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য বলা হয়েছে।

ফতুল্লা থানার এসআই মামুন মিয়া জানান, ছিনতাইকারী ২ জনের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের পুরো পরিচয় শনাক্ত এবং বাকী ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ছিনতাইকারী কবলে পড়া সায়হাম আহম্মেদ বাপ্পী ফতুল্লার গাবতলী এলাকার বাতেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া নাজমুল আলমের ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here