প্রেসনিউজ২৪ডটকম: আড়াইহাজারে হোসেন আলী নামে এক নৈশপ্রহরীকে টচ লাইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।আড়াইহাজারের উচিৎপুরা বাজারে বুধবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, আড়াইহাজারের উচিৎপুরা বাজারে দু’জন নৈশপ্রহরী ছিল। দু’জনের নামই ছিল হোসেন আলী। ভোর ৫টায় কাজ শেষ করে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।খবর পেয়ে লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, রাতের পাহারা শেষে দু’জনই বের হচ্ছিল।
পথে তর্কবির্তক শুরুর এক পর্যায়ে একজন অন্য জনকে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু বরণ করে। কেন হত্যা করা হয়েছে? এ প্রশ্নের উত্তর হত্যাকারী দিতে পারবে। সে এখন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের পর জানা যাবে।