মতলব উত্তরে ১৮ গ্রামে আজ ঈদ

0
মতলব উত্তরে ১৮ গ্রামে আজ ঈদ

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক ঃ মতলব উত্তরের ১৮ গ্রামে আজ ঈদ ফিতর,সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মতলব উত্তরের ১৮টি গ্রামে আজ ঈদ উদ্যাপিত হবে। ঈদ সামনে রেখে এরই মধ্যে এসব গ্রামের মুসল্লিরা নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন। বুধবার সকাল ৯টা থেকেই ঈদের জামাত শুরু হবে।

জানাযায়, মতলব উত্তর উপজেলার উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচআনী দেওয়ান কান্দি, সাড়ে পাঁচআনী, আইঠাদি পাঁচআনী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, লতুুরদী সাতানী ও দক্ষিণ মাথাভাঙ্গার আংশিক, সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের একাংশ, ইসলামবাদ ইউনিয়নের মধ্য ইসলামবাদ গ্রামের একাংশ, ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের একাংশ, এখলাছপুর ইউনিয়নের মধ্য এখলাছপুর (বড়ইকান্দি) গ্রামের একাংশ এবং ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দক্ষিণ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়া গ্রামগুলোর একাংশ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

মতলব উত্তর উপজেলার পাঁচআনী গ্রামের বাবু প্রমানিক আগাম ঈদ উদযাপন করার বিষয়ে বলেন, চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের মুরিদান তারা সবাই সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো আজ বুধবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের কেন্দ্রীয় মসজিদে সকাল দশটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এজন্য এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মতলব উত্তর উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here