প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়েছে ট্রেনটির চালক। ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে আটকা পড়েছে।আঠারবাড়ি রেলস্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহত ট্রেন চালকের নাম মো. আতিকুল ইসলাম (৪২)। চলন্ত ট্রেনে গৌরীপুর-ঈশ্বরগঞ্জ সীমান্তবর্তী গৌরীপুরের বোকাইনগর এলাকায় বুধবার(১৩ মার্চ) রাত সোয়া ১১টার দিকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এতে চালক গুরুতর আহত হলে তাঁকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজয় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে আটকা পড়েছে। বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বৃহত্তর ময়মনসিংহের জামালপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে।