প্রেসনিউজ২৪ডটকমঃ সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রপের সংঘর্ষে পারভেজ হোসেন(২৮) হত্যাকান্ডের প্রধান আসামী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর এলাকা থেকে হতে হত্যার সঙ্গে জড়িত জসিম ও তার ছেলে ফাহাদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জসিম সোনারগাঁ উপজেলার কান্দার গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে ও ফাহাদ জসিমের ছেলে। র্যাব-১১ এর মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম কান্দারগাঁও গ্রামের জাকির হোসেন ও জসীম উদ্দিনের মধ্যে বালু ভরাট, ঠিকাদারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত ১৬ ফেব্রয়ারী শুক্রবার জুমার নামাজের পর সোনারগাঁ উপজেলার পশ্চিম কান্দারগাঁও এলাকায় বালু ভরাট, ঠিকাদারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পারভেজ হোসেন (২৮) নামের একজন রাজমিস্ত্রি নিহত হয়েছেন। নিহতের বাবা, দুই ভাইসহ দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।
এ ঘটনায় নিহত ভাই মো: হৃদয় মিয়া (২৪) বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে আরও ১২জনকে অজ্ঞাতনামা আসামী করে গত ২০ ফেব্রয়ারী সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব-১১ ও র্যাব-৯ একটি যৌথ বিশেষ আভিযানিক দল গত মঙ্গলবার অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামী জসিম ও তার ছেলে ফাহাদকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার বিশ্বরোড এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।