প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক স্বপন কুমার শর্মা। সভায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম,ইসলামিক ফাউণ্ডেশন উপ-পরিচালক মো. জামাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস।
সভায় বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. মোরশেদুল ইসলাম।