গৌরীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা-সহজশর্তে ঋণসহ ৫দফা দাবিতে কৃষক সমাবেশে স্মারকলিপি পেশ

0
গৌরীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা-সহজশর্তে ঋণসহ ৫দফা দাবিতে কৃষক সমাবেশে স্মারকলিপি পেশ

প্রেসনিউজ২৪ডটকমঃ মো:মাহফুজুর রহমান, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ কৃষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আজ সোমবার ১৬ অক্টোবর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা, সহজশর্তে ঋণ, পূর্বঋণের সুদ মওকুফ, সার, অনুসার, কীটনাশক ও মাছের খাদ্যের দাম কমাতে, নদী-খালের পানি প্রবাহ স্বাভাবিক করতে অবৈধ বাঁধ অপসারণ, খাল-নদীর নাব্যতা বাড়াতে খনন করা, নিষিদ্ধ কারেন্ট ধ্বংসকরণ এবং কার্যক্রমের নিয়মিত মনিটরিংরে দাবিতে উপজেলা পরিষদ চত্বরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক সমাবেশে স্মারকলিপি গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. দেলোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. হারুন অর রশিদ। এছাড়াও ময়মনসিংহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক ও মৎস্যচাীদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে স্মারকলিপি প্রেরণ করা হয়। কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান ফকির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী রিয়াজুল হাসনাত।

কৃষক সমাবেশে বক্তব্য রাখেন গৌরীপুর টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সাবেক সুপার এম.এ জিন্নাহ, কমিউনিস্ট পার্টি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন আল বারী, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, এডভোকেট তসলিম সাখাওয়াত, কৃষকনেতা নূরুল আনোয়ার, খায়রুল আলম বাচ্চু, মো. সাইদুল হক, কৃষক গাভীশিমুল গ্রামের তোফাজ্জল হোসেন হেলিম, বালুচড়ার মো. ছাইদুল হক, চল্লিশাকড়েহার মো. সাইফুল ইসলাম, নাহড়ার মো. মোস্তফা খান, মো. ইদ্রিস আলী, কিল্লাতাজপুরের মো. কবীর হোসেন, খয়রা দৌলতপুরের মো. জুয়েল মিয়া, সূর্য্যাকোনার মো. মোস্তফা কামাল, বীরআহাম্মদপুরের লুট মিয়া, ইদ্রিস আলী ফকির, সিধলার আবুল হাশিম, মো. সিদ্দিকুর রহমান, মো. দুলাল মিয়া, ইসলাম উদ্দিন শেখ, জয়দুল ইসলাম, মাওহার চান মিয়া প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here