গৌরীপুরে কর আরোপের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন

0
গৌরীপুরে কর আরোপের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি : অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রভিডেন্ট ফান্ডের কর আরোপের প্রতিবাদে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ফারিয়া মানববন্ধন করেছে।

রবিবার (১৫ অক্টোবর) দুপুরে গৌরীপুর প্রেসক্লাবের সামনে সংগঠনটি এ মানববন্ধন করেছে। জানা গেছে, ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের বেতন থেকে ১০ শতাংশ ও কোম্পানী কর্তৃক প্রদেয় ১০ শতাংশ ফান্ড দিয়ে প্রভিডেন্ট ফান্ড তৈরি করা হয়। এই ফান্ডের উপর বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাড়ে ২৭ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছে।

ফারিয়া উপজেলা কমিটির সভাপতি এএফএম শহীদুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পপুলার ফার্মাসিউটিক্যালস লি. এর মেডিকেল ইনফরমেশন অফিসার মাকসুদুল জিকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সহ-সভাপতি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লি. এর সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মোঃ রাশেদ, সদস্য একমি ফার্মাসিউটিক্যালস লি. এর সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মনিরুজ্জামান, হেলথ কেয়ার এর সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার হাবিবুর রহমান, পপুলার ফার্মাসিউটিক্যালস লি. এর সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার উমর ফারুক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মাহফুজুর রহমান, ফার্মাশিয়ার সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার খায়রুল ইসলাম, ড্রাগ ইন্টারন্যাশনাল এর সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার আইয়ুব আলী, রেনেটা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার তরিকুল ইসলাম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার একাব্বর আলী, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. মেডিকেল ইনফরমেশন অফিসার এর শহীদুল ইসলাম, এসকে এফ ফার্মাসিউটিক্যালস লি. এর মেডিকেল ইনফরমাশেন অফিসার রুবেল মিয়া প্রমুখ।

বক্তারা, প্রভিডেন্ট ফান্ডের উপর আরোপিত সাড়ে ২৭ শতাংশ কর বাতিলের দাবী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here