গৌরীপুর পৌরসভায় ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

0
গৌরীপুর পৌরসভায় ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রেসনিউজ২৪ডটকমঃমোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ নতুন প্রকার করারোপ ছাড়াই গৌরীপুর পৌরসভায় ২০২৩-২৪ অর্থ বছরে ৫৬ কোটি ৭০ লাখ ২২ হাজার ৫৮১ টাকা ১৮ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা টাকা। বাজেটে স্থিতির পরিমাণ ৫৫ লাখ ৭৫ হাজার ৮৩১ টাকা ১৮ পয়সা।

আজ ১৫ জুন বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন। এসময় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম আধুনিক পৌর শহরের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্ববান জানান। পাশাপাশি পৌর শহরের উন্নয়ন কাজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন পৌরসভার প্রধান নিবার্হী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মীর মোশারফ হোসেন। বাজেট অধিবেশনে অংশ নেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র ১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র ২ দিলুয়ার আক্তার, প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, জিয়াউর রহমান, সাদেকুর রহমান, নারী কাউন্সিলর সালেহা আক্তার, পৌরসভার সহকারি প্রকৌশলী মদন মোহন দাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here