প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ জাতীয় পুষ্টি দিবস উপলক্ষে গৌরীপুরে বিভিন্ন মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সোমবার (১২ জুন) দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে আনুষ্ঠানিক ভাবে এ খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসেরের সভাপতিত্বে ও এমটিইপিআই রফিকুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, মোঃ নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ রাজেন্দ্র দেবনাথ প্রমুখ। বিতরণকৃত পুষ্টিকর খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- মাংস, পোলাও চাল, আলু, ডাল, তেল, লবন ও আম।