প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে নবনির্বাচিত ইউপি সদস্য নাসির উদ্দিন বৃহস্পতিবার শপথ গ্রহণের পর নেমে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, উপজেলার শারিকখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য নাসির উদ্দিন গত বছর একই এলাকার শিশিরের কাছ থেকে নিজের চেক বন্দক রেখে ৫৩ হাজার টাকা নেন।
এ টাকা থেকে নাসির উদ্দিন ৪৫ হাজার টাকা দিলেও বাকী টাকা না দিতে পারায় আদালতে মামলা করেন শিশির। মামলায় বরগুনার দায়রা জজ আদালত-২ এর বিচারক গত বুধবার নাসির উদ্দিনের বিরুদ্ধে ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ১ বছরের কারাদন্ডাদেশ দেন।উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ থেকে বৃহস্পতিবার শপথ গ্রহন শেষ করে নেমে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী ইউপি সদস্য নাসির উদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।