প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী সারা দেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আরো ৩৯ হাজার ৩৬৫টি জমিসহ ঘর হস্তান্তর করেছেন। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই ভূমিহীন ও গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন। ‘দেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুরেও ৪র্থ ধাপে ২০ জন ভুমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে ভুমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মেহেরুননেছা,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী,এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নাথুন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু,স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী মিয়া,যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানআবুল কাশেম মাষ্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।