প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুর উপজেলাকে “ক“ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার পূর্ব প্রস্তুতি হিসেবে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন। সোমবার(২০ মার্চ) দুপরে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, ইউপি চেয়ারম্যান হযরত আলী, আল মুক্তাদির শাহীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ।
ইউএনও জানান আগামী বুধবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় গৌরীপুর উপজেলার উপকারভোগীদের মাঝে ২১ টি ঘর হস্তান্তর করে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন।