সাড়ে তিন বছর পর উদ্বোধন হলো ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবন

0
সাড়ে তিন বছর পর উদ্বোধন হলো ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবন

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: নিমার্ণের সাড়ে তিন বছর পর উদ্বোধন হলো ভোলায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের নব নির্মিত ভবন। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। করোনা টিকাদানে আমাদের দেশ বিশ্বের কাছে বেশ প্রশংসিত হয়েছে।ভিটামিন এ ক্যাপসুল সফলতা পেয়েছে। এর মাধ্যমে দেশে অনেক রোগ-বালাই কমে আসছে।

এ সময় মন্ত্রী বলেন ডাক্তার-নার্সদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার পাশাপাশি হাসপাতালের যতœ নেওয়ার আহ্বান জানান তিনি হাসপাতালের নতুন ভবনের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ হাসপাতাল উদ্বোধনের মধ্যদিয়ে দ্বীপজেলা ভোলার মানুষের স্বাস্থ্যসেবার দীর্ঘ ভোগান্তির অবসান হলো বলে মনে করছেন ভোলাবাসী। ২০১৩ সালে ৪৫ কোটি টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্টি এ ভবনের নির্মাণ কাজ শুরু হয়।

২০১৯ সালে এটি নির্মান শেষ হওয়ার পর থেকে উদ্বোধনের অপেক্ষায় ছিলো। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশের স্বাস্থ্যসেবার মানউন্নয়ন হয়েছে। এখন মানুষ হাসপাতালে সেবা নিতে আসছেন, মানুষও সচেতন হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তামীম আল ইয়ামিন, সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, তত্বাবধায়ক ডা. লোকমান হাকিম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here