না’গঞ্জে ডিপিডিসি লোডশেডিংয়ের সময় বেধে দিলো

0

প্রেসনিউজ২৪ডটকমঃমঙ্গলবার (১৯ জুলাই) থেকে সারাদেশে এক ঘণ্টা করে লোডশেডিং করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

১৯ জুলাই (মঙ্গলবার) থেকে হবে এলাকাভিত্তিক লোডশেডিং এর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এই মধ্যে কোথায় কখন বিদ্যুৎ থাকবে না, সেই তথ্য প্রকাশ করেছে ডিপিডিসি। তবে, বিদ্যু বিভ্রাট, রক্ষণাবেক্ষণ এবং অবস্থার পরিপ্রেক্ষিতে এ সিডিউল পরিবর্তন হতে পারে।

ডিপিডিসি নারায়ণগঞ্জ পুর্ব জোন: কখন কোন এলাকায় লোডশেডিং, তা নিন্মরূপ

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি, আনন্দ হোটেল ও এর আশপাশের এলাকা: বিকাল ৩টা থেকে ৪টা।

খানপুর, ডনচেম্বার, ব্যাংক কলোনী: রাত ১১টা থেকে ১২টা।

বিবি রোড: সকাল ৭টা থেকে ৮টা।

কিল্লারপুল, বরফকল: রাত ১২টা থেকে ১টা।

মিশনপাড়া, রামবাবুর পুকুরপাড়: রাত ১টা থেকে ২টা।

হাজীগঞ্জ, আইইটি স্কুল, চেয়ারম্যান বাড়ি: দুপুর ২টা থেকে ৩টা।

গুদারাঘাট, হাঁস মুরগীর খামার: সন্ধ্যা ৫টা থেকে ৬টা।

তল্লা বড় মসজিদ, বি.বি মরিয়ম স্কুল সংলগ্ন: দুপুর ১টা থেকে ২টা ও সন্ধ্যা ৫টা থেকে ৬টা।

কালির বাজার, আমলাপাড়া, স্বর্ণপট্টি: রাত ২টা থেকে ৩টা।

নারায়ণগঞ্জ ক্লাব থেকে ২নং রেল গেইট: রাত ৩টা থেকে ৪টা ও রাত ১০টা থেকে ১১টা।

সাহাপাড়া আশা হল, মিনা বাজার, টানবাজার পার্ক: রাত ৯টা থেকে ১০টা।

ফায়ারঘাট, নিতাইগঞ্জ মোড়, মধ্য নলুয়া: রাত ৮টা থেকে ৯টা।

৫নং ঘাট, আল-জয়নাল প্লাজা: ভোর ৪টা থেকে ৫টা ও সন্ধ্যা ৭টা থেকে ৮টা।

ফতুল্লার শিবু মার্কেট, পিঠালীপুল ব্রীজ: ভোর ৫টা থেকে ৬টা।

 

ডিসির মাঠ ও ইউরো টেক্স গার্মেন্টস: সকাল ৬টা থেকে ৭টা।

 

ফতুল্লার পুরাতন হাজীগঞ্জ: সকাল ৮টা থেকে ৯টা।

আইলপাড়া, পাঠানটুলী, গোদনাইল: দুপুর ১২টা থেকে ১টা।

সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী, ফতুল্লার কুতুবপুর: সকাল ৯টা থেকে ১০টা।

ফতুল্লার ওয়াবদারপুল ও লাকীবাজার: সকাল ১০টা থেকে ১১টা।

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ, বি.কে রোড ও তোলারামের মোড়: বিকাল ৪টা থেকে ৫টা।
নারায়ণগঞ্জ শহরের মধ্য নলুয়া, নিতাইগঞ্জ: বেলা ১১টা থেকে ১২টা।

ফতুল্লার তক্কারমাঠ: ১০টা থেকে ১১টা।

শীতলক্ষ্যা ডিপিডিসি
সকাল ১০টা হতে সকাল ১১টা : ভোলাইল ও দেওভোগ।

সকাল ১১টা হতে দুপুর ১২টা : চর কাশীপুর ও  বক্তাবলী।

দুপুর ১২টা হতে দুপুর ১টা : মুসলিমনগর।

দুপুর ১টা হতে দুপুর ২টা : কাশীপুর খিল মার্কেট ও ফকিরবাড়ি।

দুপুর ২টা হতে বিকেল ৩টা : সৈয়দপুর, হাজীপাড়া, শান্তিনগর।

দুপুর ৩টা হতে বিকেল ৪টা : চর কাশীপুর বক্তাবলী, বিসিক মেথরখোলা।

 

 

বিকেল ৪টা হতে বিকেল ৫টা : চর সৈয়দপুর, আরাফাতনগর চুলার মাঠ।

 

 

বিকেল ৫টা হতে বিকেল ৬টা : পশ্চিম মুক্তারপুর, শীতলক্ষ্যা, কড়ইতলা ও কদমতলী।

বিকেল ৬টা হতে সন্ধ্যা ৭টা : মুক্তারপুর ও শাহ সিমেন্ট গলি।

সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা : বকুলতলা ও কাউপাড়া, আছিমতলা ও ভোলাইল।

রাত ৮টা হতে রাত ৯টা : পশ্চিম ধর্মগঞ্জ ও মাওলাবাজার।

রাত ৯টা হতে রাত ১০টা : গুলশান রোড আমতলা ও ধর্মগঞ্জ ডালডা কলোনী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here