বোয়ালমারীতে বণিক সমিতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ রফিকুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতার বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির ত্রি বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। বাজারের ব্যবসায়ীরা সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে বাজার ব্যবসায়ীরা খুশি।

এ বাজারে ৩০০ জন ভোটার রয়েছে। এদের মধ্যে দুটি প্যানেল দিয়েছে বাজার ব্যবসায়ী নেতারা। প্যানেল দুটি হলো; জামাল-সাকিল পরিষদ। অপর প্যানেল রয়েছে শামীম- বকুল- এনামুল। চিতার বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক পদ প্রার্থী মো. শাকিল মোল্য বলেন, এখন পর্যন্ত সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। সঠিকভাবে ভোট দিতে পারলে আমার প্যানেল শতভাগ জয়ী হবে বলে আমি আশা করি।

বণিক বাজার সমিতির যুগ্মসাধারন সম্পাদক পদপ্রার্থী মো. তানজিম আহমেদ সোহেল বলেন, চিতার বাজারের উন্নয়ন মুখি কাজ করতে হলে জামাল- শাকিল পরিষদের বিকল্প নেই। তাই দলমত ভূলে আমাদের প্যানেলকে ভোট দিয়ে বাজার ব্যবসায়ীদের খেদমত করার সুযোগ দিন। উপজেলা সমবায় অফিসার মো. আফজাল হোসেন বলেন, সকাল থেকে সুষ্ঠু ও নিরাপত্তার সাথে ভোট গ্রহণ শুরু হয়েছে।

জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সুব্রত বলেন, সকাল থেকে সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। আমরা ভোর থেকে চিতার বাজার প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে বিরতিহীন ভাবে নিরাপত্তার সাথে কাজ করছি। কোন মহল কোন প্রকার বিশৃঙ্খলা করলে তাদের কে আইনের আওতায় এনে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here