ময়মনসিংহে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন 

0

প্রেসনিউজ২৪ডটকমঃমোহাম্মদ সাইফুল আলম,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের  গৌরীপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকাল ৩টায় গৌরীপুর খাদ্য গোদামে এ বোরো ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট  নাজিম উদ্দিন আহমেদ।

বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের কৃষক আব্দুর রহিম নিকট থেকে ধান ক্রয় ও সরকার অটো রাইস মিল থেকে চাল ক্রয়ের মধ্যদিয়ে গৌরীপুর খাদ্য গোদামে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়।উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের  আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মৎ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুকতাদির শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, গৌরীপুর খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া, শ্যামগঞ্জ খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার, বসাক অটো রাইস মিলের শ্যামল বসাক,
নিউ চৌধুরী অটো রাইস মিলের আঞ্জুমান আরা, তাহসিন অটোমেটিক রাইস মিলের মো. সালাহ উদ্দিন, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, গৌরীপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন,  বিশিষ্ট  লেখক ও সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম, বিশিষ্ট ফটো সাংবাদিক মো. মাসুদ আলম ভূঞাসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ।
আইন শৃঙ্খলা সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন গৌরীপুর  থানা পুলিশের একটি চৌকস দল।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার জানান- বোরো মৌসুমে এ উপজেলার দুটি গোদামে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৯৯৩ মেঃ টন ধান ও ৪০ টাকা কেজি দরে ১০ হাজার ৭৬০ মেঃ টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুস সাত্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here