ভোলায় জোড়া লাগানো শিশুদের দেখতে ক্লিনিকে ইউএনও, ওসি

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান শাহীন,ভোরা॥ ভোলার লালমোহনে পেটে জোড়া লাগানো যমজ শিশুদের দেখতে বিভিন্ন ফল ও সন্তানসহ বাবা-মায়ের জন্য নতুন পোষাক নিয়ে লালমোহন ক্লিনিকে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা। এ সময় তিনি শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে প্রয়োজনীয় খবর বহন করেন।

বুধবার (১৩ এপ্রিল) সকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা ক্লিনিকে শিশুদের দেখতে আসেন।  এসময় তার সাথে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান ও সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মজিদ শাহ উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে দিকে পরিবারের সদস্যরা যমজ শিশুদের নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওয়ানা করেন।

উল্লেখ্য- গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে লালমোহন ক্লিনিকে মিতু বেগম নামে এক নারী জোড়া লাগানো যমজ শিশু জম্ম দেন। মিতু বেগম উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফুলবাগিচা গ্রামের ফকির বাড়ির রাজমিস্ত্রী বিল্লালের স্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here