মহেশপুরে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগের ১৪ নেতাকে বহিস্কার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ও সরাসরি নৌকা বিরোধী কর্মকান্ডে অংশগ্রহণের অভিযোগে ১৪ প্রার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, বহিষ্কৃত ব্যক্তিরা হলেন, ১নং এসবিকে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী, ২নং ফতেপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা গোলাম হায়দার নান্টু,শরিফুল ইসলাম ভোলন,৩নং পান্তাপাড়া ইউনিয়নের মাঝহারুল ইসলাম, ৪নং স্বরুপপুর ইউনিয়নের এ্যাড. হুমায়ন কবির,৫নং শ্যামকুড় ইউনিয়নের জামিরুল ইসলাম, ৬নং নেপা ইউনিয়নের নাজমুল আলম মনু,৭নং কাজীরবেড় ইউনিয়নের ইয়ানবী, ৮নং বাঁশবাড়িয়া ইউনিয়নের আব্দুল মালেক মন্ডল,ইমদাদুল হক ও নাজমুল হুদা জিন্টু,১০নং নাটিমা ইউনিয়নের আব্দুল লতিফ ও আজাদুর রহমান আজাদ, ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়নের শফিদুল ইসলাম,১২নং আজমপুর ইউনিয়নের আজিজুর রহমান মন্টু ও শরিফুল ইসলাম।

উল্লেখ্য,বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর ১১ ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন তাদেরকে বহিস্কার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here