মমেক হাসপাতালের করোনায় ২৩ জনের মৃত্যু

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম (ময়মনসিংহ জেলা প্রতিনিধি): শনিবার (১৪ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ২৩ জনের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১৩ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের মর্জিনা (৬৫), খাদিজা বেগম (৭০), সুফিয়া (৪৫) ও আকুয়ার খোদেজা (৫৫), মুক্তাগাছার আব্দুল মালেক (৫৫) ও রিয়াজুল (৪৫), তারাকান্দার কোহিনূর বেগম (৬৫), হালুয়াঘাটের আব্দুল মতিন (৭০), নেত্রকোনা সদরের খলিন্দ্র চন্দ্র (৮০) এবং শেরপুরের নালিতাবাড়ির আবুল সালেহ (৭০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন, ময়মনসিংহ সদরের ফারুক (৩৬), গোলাম কিবরিয়া (৬০), রাবেয়া (৭০), আসিরন (৬০), রোজি আক্তার (৫০), আব্দুল রাজ্জাক (৭০), ঈশ্বরগঞ্জের সাকিনা বেগম (৫৫), নেত্রকোনা সদরের আহমেদ (৫৬), হাজেরা খাতুন (৬৫), মঞ্জুরুল হক (৬৫), শেরপুর সদরের মোজাম্মেল (৬৫), জামালপুর সদরের মো. বিল্লাল উদ্দিন (৬০) এবং টাঙ্গাইল সদরের আব্দুল গফুর (৬৫)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯৯ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ২৬ জন। এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬০০ টি নমুনা পরীক্ষায় আরো ১৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here