কুমিল্লায় প্রেমের প্রলোভনে ফাঁদ, গ্রেফতার অপহরণ চক্রের ৬ সদস্য

0

প্রেসনিউজ২৪ডটকমঃ এইচ এম মহিউদ্দিন : চৌদ্দগ্রাম থেকে কুমিল্লা নগরীর টমছম ব্রিজে আসেন ইয়াসিন নামের এক রং মিস্ত্রি। এসময় তাকে প্রেমের প্রলোভনে নগরীর একটি বাসায় নিয়ে আটক করেন অপহরণকারী চক্রের এক নারী। পরে ওই রং মিস্ত্রির আত্মীয়স্বজনদের ফোন করে টাকা দাবি করলে বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানায় ওই মিস্ত্রির পরিবার। পরে অভিযান চালিয়ে পুলিশ অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে।

রোববার (৩০ মে) বিকেলে অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী প্রতারক রয়েছেন। এসময় রং মিস্ত্রি ইয়াছিনকেও উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, জেলার সদরের দক্ষিণ উপজেলার দিশাবন্দ এলাকার সাহেব আলীর ছেলে জুম্মন মিয়া (২৮), নগরীর দক্ষিণ চর্থার কনু মিয়ার ছেলে মাহবুবু মিয়া (৩৩), কোতয়ালি থানার ঝাকুনিপাড়ার মোস্তফার ছেলে রাসেল (৩২), একই থানার সংরাইশ এলাকার আলমের স্ত্রী আরজু (২৮), নূরপুরের সুমনের স্ত্রী সেলিনা (৩৫) ও নবগ্রামের সুমনের স্ত্রী জ্যোৎস্না বেগম (২৮)।

জানা যায়, চৌদ্দগ্রামের বাগৈ গ্রামের আকমত আলীর ছেলে রং মিস্ত্রি ইয়াছিন রোববার সকালে কুমিল্লা শহরে আসেন। এসময় অপহরণকারী চক্রের সদস্যরা নারী প্রতারককে দিয়ে কোতয়ালী থানার বিএ মজুমদার সড়কের ইকবাল ভিলায় নিয়ে যায়। ওইখানে তাকে আটকে রেখে আত্মীয়স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেন। তারা বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানায়। বিষয়টি জেনে পুলিশ সুপার ফারুক আহমেদ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে ছয়জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী প্রতারক রয়েছেন।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করি। অপহরণকারী এসব চক্রের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here