মুন্সীগঞ্জে সালিশ বৈঠকের সংঘর্ষের ঘটনায় নিহত তিন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:  মুন্সীগঞ্জ সদর উপজেলায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় অন্তত পাঁচজন। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে মো: ইমন হোসেন (২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো: সাকিব হোসেন (১৯)।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে আওলাদ হোসেন মিন্টু (৪৭)। স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়, প্রথমে ইফটিজিংয়ের একটি ঘটনা নিয়ে রাত ১০টার দিকে বিচার সালিশ শুরু হয়। তবে তা মিথ্যা প্রমাণিত হলে স্থানীয় কিশোর সৌরভ ও ইমনের সাথে হাতাহাতি শুরু হয়। এমতাবস্থায় সৌরভ গ্রুপ ও ইমন গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।

পরে ওই মারামারি রক্তক্ষয়ী সংঘর্ষে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ইমন পাঠান নিহত হন এবং ঢাকা নেয়ার পথে সাকিবও মারা যান। মেডিকেলে ভর্তি থাকা একজন বৃহসপতিবার সকালে মারা জান নিহত মোট তিন জন।এদিকে ওই ঘটনায় বিচারকসহ গুরুতর আহত হয় অন্তত পাঁচজন। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ড. ফেরদৌস জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়।

এদের মধ্যে এক তরুণ মৃত ছিল। অপর কয়েকজন গুরুতর আহত ছিলেন। গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কি নিয়ে এই সংঘর্ষ সৃষ্টি হয়েছে তা এখনো পরিষ্কার না।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্ত সার্থে তাদের নাম এখন বলা যাবে না। এই ঘটনায় প্রায় ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here