নাঃগঞ্জে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার তালিকায় আরও ২জন সংযুক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৯৯। এদিকে আরও ১০৪ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৪ হাজার ২ শত ৯০। ১৭ জুন (বুধবার) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।

১৬জুন (মঙ্গলবার) সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪১৮৬ । মোট সুস্থ ১৭৯৭জন। মোট মৃত্যু ৯৭। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (১৬ জুন সকাল ৮টা হতে ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত) এ জেলায় নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ১০৪জন, মোট আক্রান্ত ৪২৯০ জন। নতুন আরও ৭১ জনসহ, মোট সুস্থ ১৮৬৮ জন। মোট মৃত্যুর সংখ্যাটা ৯৯।

নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৩৯৯, বন্দর উপজেলায় ১২৯, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৫৩৬, রূপগঞ্জ উপজেলায় ৭৫৯, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১১৩ ও সোনারগাঁও উপজেলায় ৩৫৪ জন। পুরো জেলায় ৪২৯০ জন।

এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে, আড়াইহাজার উপজেলায় ৩, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৭, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২১, সোনারগাঁও উপজেলায় ১৩ জন। পুরো জেলায় ৯৯ জন।

এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ১৯০, বন্দর উপজেলায় ৩০, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯৩২, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৭১ ও সোনারগাঁও উপজেলায় ৫৩ জন। পুরো জেলায় ১৮৬৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here