রূপগঞ্জে ২শ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকা হতে ২শ বোতল ফেনসিডিলসহ সুমন মিয়া ( ২৬) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ২৬ এপ্রিল রাত ৯ টার দিকে  তাকে গ্রেফতার করা হয়।  জব্দ করা হয়েছে একটি পিকআপ । এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার  ( কোম্পানী কমান্ডার) মোঃ জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান রূপগঞ্জ থানাধীন রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১ এর চেকপোস্টে সন্ধিগ্ধ একটি পিকআপ ভ্যানে তল্লাশী করে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র‌্যাবের চেকপোস্ট দেখে পিকআপ ভ্যান চালক মাদক ব্যবসায়ী আসামী মোঃ সুমন মিয়া(২৬) রাস্তায় পিকআপ রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে রাস্তার পার্শ্ববর্তী একটি বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। আসামী মোঃ সুমন মিয়ার বাড়ী রূপগঞ্জ থানাধীন মাছিমপুর এলাকায়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে সে  স্বীকার করে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং পিকআপ যোগে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here