না.গঞ্জে “লকডাউন”পাড়ামহল্লার মুদি দোকানের দ্রব্যমূল্য দ্বিগুণ বৃদ্ধি, প্রশাসনের হস্তক্ষেপ জরুরী।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলার ছোট-বড় হাট বাজারে মানুষজন যেতে পারছে না, তাই পাড়ামহল্লার মুদি দোকান গুলোতে ভিড় জমাচ্ছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে করোনার আতংক দেখিয়ে মঙ্গলবার,৭ই এপ্রিল হতে বুধবার পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রবাদ্রির দাম লাফিয়ে লাফিয়ে পাগলা ঘোড়ার মত বাড়াচ্ছে পাড়ামহল্লার মুদি দোকানদাররা।

নারায়ণগঞ্জ মহানগরের পাড়া মহল্লার কিছু অসাধু মুদি ব্যবসায়ীরা এ কমকান্ডের সাথে সরাসরি জড়িত বলে ক্রেতারা জানান। ৩০ টাকা প্রতিকেজি দেশী পিয়াঁজ বিক্রি হয়েছে আজ  ৭০টাকা থেকে ৮০টাকা। তবে  মঙ্গলবার রাত থেকে নারায়ণগঞ্জের পাইকারী আড়তে পিয়াজ উধাও হয়ে যায়। আজ ৮ই এপ্রিল বুধবার খুরচা বিক্রি ১১০ টাকা কেজি মুসুরির ডাল ১৪০টাকা কেজি দামে বিক্রি করছে। ৬৫ টাকার চিনি ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে ।

সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকার এক ক্রেতা জানান, পরিবহনসহ নানান জটিলতার কারণ দেখিয়ে প্রতিনিয়তই পাড়ামহল্লার মুদি দোকানদাররা দাম বাড়িয়েই যাচ্ছে। নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। নারায়ণগঞ্জ শহরের ভূইয়া পাড়ার মো. আরিফুর রহমান নামে একজন ক্রেতা জানান,স্থানীয় থানা পুলিশ ও এলাকাবাসী উদ্যোগ নিলে কিছুটা সমাধান হতে পারে।

এ ছাড়া মাছ, ডাল, দেশী মুরগী, পোল্টী মুরগী, দেশী গরুর গোশত, তৈল, আটাসহ সকল প্রয়োজনীয় দ্রবাদ্রির দাম বেড়েই চলছে। মহল্লার কিছু সংখ্যক অসাধু মুদি দোকানদাররা নিত্য প্রয়োজনীয় দ্রবাদ্রি মজুত করে রেখেছে বলে খবর পাওয়া গেছে। করোনার আতংকবিভিন্ন দোকানে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। মনে হচ্ছে যে, ঈদের বাজারের মতো ভিড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here