মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থী মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজের সমর্থনে ছেংগারচরে মিছিল

0
মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থী মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজের সমর্থনে ছেংগারচরে মিছিল

প্রেসনিউজ২৪ডটকমঃ  নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জির প্রতীক ( ঘোড়া) ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ রিয়াজুল হাসান রিয়াজ এর প্রতীক (টিউওয়েল) মার্কার সমর্থনে উপজেলার ছেংগারচর বাজারে ও মোহনপুরে মিছিল বের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতীক পাওয়ার পর বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এবং উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আগামী ৮ মে নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ও ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজ এর টিউবওয়েল মার্কায় ভোট চেয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়।

ছেংগারচর পৌরসভায় মিছিলে অংশ গ্রহণ করেন,ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা,পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির প্রধান, পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক কমিশনার মোঃ খোকন প্রধান, মোঃ জাহাঙ্গীর ভুইয়া, মোঃ দিদার মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ সরকার, উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ শামীম প্রধান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, পৌর মৎস্যজীবি লীগের সভাপতি মোহাম্মদ হোসেন সরকার জনি,পৌর যুবলীগ নেতা বাদল ঢালী, ডেঙ্গু প্রমূক।

অপরদিকে মোহনপুর ইউনিয়নে মিছিলে অংশ গ্রহণ করেন, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাদেশ্যাম সাহা চান্দু বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, যুবলীগ নেতা নাজমুল হোসেন, মোঃ খোরশেদ আলম, মোঃ হোসেন প্রমানিক, বাবু প্রমানিকসহ আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

এসময় বক্তারা মতলবের উন্নয়নের ধারাবাহিকতায় একটি স্মার্ট আধুনিক মতলব গড়ে তুলতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জির প্রতীক ( ঘোড়া) ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ রিয়াজুল হাসান রিয়াজ এর প্রতীক ( টিউওয়েল) মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। তাহলেই মতলবের প্রতিটি গ্রাম হবে শহর।

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here