মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সমন্বয় ও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি বলেন, গত ৫ বছর মতলব উত্তরে কোন শান্তি ছিল না। আইন শৃঙ্খলার অবনতি ছিল। মাদক কারবারিরা সক্রিয় ছিল। উন্নয়ন বলতে তেমন কিছুই হয়নি।

তিনি আরো বলেন, এখন থেকে পরিবেশ পাল্টে যাবে। আবার শান্তি ফিরে আসবে। কোন মাদক কারবারি মতলবে থাকতে পারবে না।৷ মাদকের বিরুদ্ধে কোন আপোষহীন। কে কোন দলের সেটা দেখার প্রয়োজন নেই। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে জিরোট্রলারেন্স চলবে। মতলব হবে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত। সেজন্য সকলের সহযোগিতা দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে তা কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশের পাশাপাশি অর্থনীতিকে স্মার্ট করতে হবে। এই ৫টি বছরে মতলবে কোনো উন্নয়ন বাকি থাকবেনা ইনশাল্লাহ।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদেরকে প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে যেসকল উন্নয়ন কাজ দরকার তা দ্রুত ফাইল আকারে তৈরি করে আপনারা আমার কাছে পাঠাবেন। উন্নয়ন করার দায়িত্ব আমার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রশাসন,জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীসহ সকলে সহযোগিতা করবেন। সোমবার ২৯ জানুয়ারী বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার পরিচালনায় আরো বক্তব্য দেন- মতলব উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, চাঁদপুর পল্লী বিদ্যুৎ মতলভ উত্তর জোনাল অফিসের ডিজিএম শামসুদ্দিন, প্রকৌশলী মনির হোসেন, ওসি তদন্ত ছানোয়ার হোসেন, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনির হোসেন, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসনে চৌধুরী, ফরাজী কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মানিক দর্জি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোরশেদ আহার চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মামুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধিসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসিক সভার শুরুতে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে প্রথমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। সভা শেষে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে প্রধান অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিকে সম্মননা ক্রেস্ট প্রধান করা হয়।

এদিকে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটিতে নতুন ৫ সদস্যকে অর্ন্তভুক্ত করা হয়েছে। এরা হলেন- বিশিষ্ট সমাজ সেবক মোঃ বোরহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মানিক দর্জি, বাগানবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ নান্নু মিয়া, ষাটনল ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ। মাসিক আইন শৃঙ্খলার সঞ্চালক উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা নতুন এই ৫ সদস্যকে পরিচয় করিয়ে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here