ছেংগারচর পৌরসভায় মাদকমুক্ত এলইডি টিভি কাপ শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0
ছেংগারচর পৌরসভায় মাদকমুক্ত এলইডি টিভি কাপ শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামালঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বৃহত্তর আদুরভিটি কর্তৃক আয়োজিত প্রথম আসর মাদকমুক্ত এলইডি টিভি কাপ শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) বিকেলে ছেংগারচর পৌরসভার আদুরভিটি লস্কর স্টেডিয়ামে তিমরুল হাসান রাব্বি লস্করের সৌজন্যে মাদকমুক্ত এলইডি টিভি কাপ শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।  ফাইনাল খেলায় আদুরভিটি ইয়ংম্যানস ক্লাব বনাম বসুন্ধরা এলপি গ্যাস বালুচর প্রতিদ্বন্ধিতা করেন। এতে আদুরভিটি- গৈপুর ইয়ংম্যানস ক্লাব বসুন্ধরা এলপি গ্যাস বালুচরকে ৩৮ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মান্নান লস্কর, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন ঢালী, আদুরভিটি – গৈপুর ইয়ংম্যানস ক্লাব এর সাবেক সভাপতি শ্যামল কুমার বাড়ৈ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান, মোঃ ইব্রাহিম লস্কর, মোঃ বিল্লাল লস্কর, যুবলীগ নেতা মোঃ বাদল ঢালী,নূরে আলম নয়ন মুফতি, ওসমান মুফতি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নুর নবী খান,ছেংগারচর পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুকুল খান, ছাত্রলীগ নেতা শাকিল বকাউল’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন, সানাউল্লা বেপারী, লিটন প্রধান, মোঃ সাইদুল ইসলাম লিটন ঢালী,। খেলা পরিচালনা করেন, কাকন মন্ডল, নূরে আলম নিঝুম, শাকিল লস্কর, বাপ্পি লস্কর, জামান আখন্দ, রিফাত লস্কর।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here