মতলব উত্তরে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

0
মতলব উত্তরে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর অডিটরিয়ামে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের ১৮ ফেব্রুয়ারি শনিবার, সংবর্ধনা দেয়া হয়েছে।সংগঠনের উপজেলা সভাপতি মোঃ শহীদুল্লাহ মাষ্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাওশির সাবেক পরিচালক, সিলেট এমসি কলেজের সাবেক অধ্যাপক ড. সরকার আবদুল মান্নান।

প্রধান আলোচক ছিলেন হাসান পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন জামাল।উদ্বোধক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা।এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩০০ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখা’র উপদেষ্টা সরকার মোঃ আলাউদ্দিন ও মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার আঁখি চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকেও নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ আল আমিন, চাঁদপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট জসিম উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ হারুন আল কাইয়ুম, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, চাঁদপুর জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ বিপ্লব সরকার, ছেংগারচর পৌর সহায়ক সদস্য দৈনিক সময়ের আলো ষ্টাফ রিপোর্টার সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, পৌর সহায়ক সদস্য ও সংগঠনের উপজেলা সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন, পৌর সহায়ক সদস্য রমা দত্ত, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চাঁদপুর জেলা সভাপতি এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, ছেংগারচর পৌর সভাপতি আব্দুল ওয়াদুদ মাষ্টার, পৌর সাধারণ সম্পাদক হাজী মোঃ শেখ ফরিদ বেপারী, উপজেলা সহ-সভাপতি মোঃ মাইনুদ্দিন চৌধুরী, মোঃ সোহেল সরকার, বাগানবাড়ি ইউনিয়নের সভাপতি মোঃ আল আমিন মাষ্টার, সাদুল্যাপুর ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেন মাষ্টার, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ সালাম, প্রমুখ।

উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ই এম আই গাজ্জালীর কোরআন তেলাওয়াত ও গজরা ইউনিয়নের সভাপতি প্রভাত চন্দ্র ভৌমিক এর গীতা পাঠ এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পৌর সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক মানিক সংগঠনের মরহুম সদস্যগনের জন্য দোয়া পরিচালনা করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here